লাল লাঞ্চ
নুন ভাত সাথে কিছু লাল শাক যেন নিত্যকার লাঞ্চ নিযুত শ্রমীর ,
তবু শ্রমী ঘেমে ঘেমে কাজ তোলে কারু করে যেন আদি জালে জ্বলে ;
নীরবে তাকায় নগর বিহগ আর ভোতা মধ্যবিত্ত
মোটা বিল পেয়ে বড় পাখী পশ্চিমে গীটার বাজায় গ্রীষ্ম শীতে
বৈরী বায় লাল পতাকায় পিছলায় –মজদুর আশায় ঘণ্টা ঘাঁটায় ।
মিরপুর, ঢাকা । ০১।০৫।২০২৪