কবিতার কাটতি
কতিপয় কবি বসে যায় ছন-রঙা ঘাসে
কথা বলে ধীর লয়ে কবিতা গল্প ইতালি নিয়ে
শুনে তৃণ নড়ে উঠে ফাগুন বেগে
বাদাম ওয়ালা কফিবালা কিছুটা ছন্দ খোঁজে ;
দোয়েল দূরে শীষ দেয় শীতল স্বরে
কিছু পদকার পথ হারায় পূর্বসূরির মতোই ,
মন্দা বাজারে কমে গেছে কবিতার কাটতি
ভবের অংক কবির আবেগে সুর দেয় না ।
ফেব্রুয়ারী ২৫। ঢাকা।