হাওড়ের হৃদ

হাওড়ের হত হৃদয়ে শতেক মেঘ  ভিড় করেছে    
করচ-কানন যেন লাল ব্যানারে তেজ ছড়াচ্ছে ,    
হিজল পাতারা মধ্য শ্রাবণে এসে রক্তিম হয়ে গেল  
ঢেউগুলি সিধুর পরে সমুদ্রের গর্জনে ফোঁসে উঠছে ,  
হাওড়ের মাছগুলি লালচে আঁচিলে বুড়ীগঙ্গা তুরাগ পানে  ছুটছে  
জলজ পদাতিকের মতো;
দেখেনি এহেন হলাহল কোন স্বৈরী ,এক অয়োময় কবিতা আসছে ।  


০১।০৮।২০২৪।