দুর্ভর ভীমরুল

দুষ্ট গুলিকে মনে হয় বারবার ভাদরের মেঘ-জোছনার ফাঁকে ফাঁকে ,    
কেন হয় জানে হাওরের ঢেউ, বুড়িগঙ্গার বালু কণা ,        
আগারগাও থেকে রমনার প্রতিটি ঝরাপাতা রেণুকা    
দেখে যাদের বহুদিন নীরবে তুলেছে ফণা ;        
কালো সাদা লাল নীল বিহগেরা ছি ছি বিমূর্ত গীত গেয়েছে
তরুণ সেনারা সেই সুরে ঢেলেছে ধ্রুপদী শাওন, প্রাণ বাজি রেখে,      
অবশেষে সূর্য আসে বদ্বীপের বাতায়নে
জেগে উঠে কাশফুল জারুল  আপন পণে ।

দুর্মুখ খায়রুল রকিব হুদা হাবিবুল হয়ত বুঝিছে ওদের ভুল  
আর ভোটে দিবে না  কামড় কোন দুর্ভর ভীমরুল ।        

ভাদর১৪৩১। ঢাকা ।