দই দ্বিপদী
১।
ক খ ...খলখলে কৃষকের হাটে হৃদে , টাঙ্গাইল শাড়ি মাখা ধলেশ্বরীতে ,
শুভ্র দই ওয়ালার সাদা সাঁচে, বেঁচে যায় বরকত ।
২।
ঝলমলে জিয়াউল উড়েন বিলিয়ে কোটি বর্ণমালা ,
ভিন ভাষে উড়ে বেগম পাড়ার কর-খেকো ।
৩।
বসনে বর্ণ বসিয়ে ভারী করে আপন আসন ঋণ-মুনি
তাই দেখে হাসে শ্যামল বসনা রমনা ।
৪।
মুখে আনে না ঋ হরফ ঋণখেলাপি
ফাগুনে ফাগুন লাগায় সাজনে বচনে,পরে ঋষি হয়ে উড়ে কালো রথে।
মিরপুর, ঢাকা । ২০।০১।২৪ ।