ডাইনী ডাহুক
কোন এক ডাইনী ডাকিনী ঢঙে এলো শ্রাবণ পবনে,
সারা গায়ে গ্রিক-কুটিলার ভয়ানক আভা ভাসে;
সহসা সব ক্লিষ্ট জীবের মুড ঘুরে যায়
কেহ কেহ পাষাণ পুঞ্জে দীঘল সময় কাটায়
জেগে উঠে পথ-বালি বোমা-বলে ,
তেজী যুবা এগোয় বিচিত্র বোলে সাথে মিশে লাখ সজন
ডাইনি পিছায় উল্টো পায়ে, শেষে উড়ে পায় ভিন গগন
মগজ মেরামতের তরে পুরনো কুণ্ডলে ,
রেখে যায় নানা বিধ চিহ্ন যেমন রাখে আইলারা উপদ্রুত উপকুলে,
অভীক প্রাণীরা সঠিক উপাধি দিবে তাকে
জাবর কেটে কেটে, দাগ মেপে মেপে গ্রাফিতি গায়নে ।
ডাইনিরা হয়ত ডরায় মানব ঢলে, ঠিক যেন বুনো হাতীদের মতো
যাদের তাড়াতে মানুষ প্রায়ই জড়ো হয় নির্ভয়ে পাহাড়ি ঢালে ।
১১.০৮.২৪