বুড়িগোয়ালিনী

শ্যামনগরের ভাঙা আলে মাথা টুকে সবহারা টিয়া  
ভেসে যায় আধার আশয়, সঙ্গী সহস্র তৃণভোজী  
যেন চিত্রল জীবননাশের দরিয়া–প্রলয়,  
ভোগী অক্টোপাস সেথায় বাতাস যোগায় ডেল্টা থেকে ডালাস  ।  
  
লাগাতার লসে বুড়িগোয়ালিনী গোঙায়
দরিয়ার বাঁশীতে দিল উবে যায়, শ্যামা-সুর আর বাজে না ;    
পাড়ের সুবেশি কামলা কামেল রথে ঘুরে চেক গুম করে ,
নিরাপদ ঊর্মিতে কাওয়ালী তোলে নানা বর্ণের ত্রাতা দাতা ,      
টিয়া পরিযায়ী হতে হতে দূর নীলে চিতা জ্বালায় ;  
কেয়া কোনে শুধু নোনা জল নড়ে অবিরাম  বিষাদে ।  

খুলনা
০৯.০৬.২৪