বিমূর্ত মব
১।
ডিঙ্গাপোতা হাওরে ঠাণ্ডা ঠেলে প্রান বাঁচায় কৃষি শ্রমী,
সার বীজ সেচ কোরাস বাজাবে সংস্কার কালে
এমনি আশায় কৃষক বাঁশী নাচায় হিজল-করচ তলে ;
নিরাশে ভোট হাটে ভেলা ভাসাবে লাল- লিলুয়া পবনে ।
২ ।
ডেঙ্গু ডিঙ্গি বায় দূষিত ঢাকার মোকামে হাজার বিজ্ঞের তটে
ডায়রিয়া মিসাইল মারে শীতের সকালে শিশুর জগতে
গাঁজা-ক্লোন যেন তুরাগ পানে হাটে মৃদু লয়ে ,
আমলা কামলা ক্যাডার কোটারিতে ক্লান্ত ;
টের পেয়ে গেছে বিমূর্ত মব, হয়ত মূর্ত হবে !
৪.০১.২৫