বেজোড় বিহগ
তিনটি বিহগ বনানী লেকের পাড়ে নামে সুডৌল ডানায়, যেন জেনেভা লেকের
কাব্যিক ক্লোন এলো উত্তর সিটিতে- খুশিতে মেয়র মিডিয়ায় মজে ;
আশপাশ, লতাপাতা, প্রেমী-জুটি, আরক্ষী জেব্রার গ্রীবার মতো বাড়ায় চলন,
সুইস খতির পবনে পেটিস পিৎজা ফানটা কাশের মতো দোলে পায় প্রাণ
হু তখন উষ্মা ছুঁড়ে , তাতে হাট দেয় হটে উড়ান ;
পশ্চিমা হাওয়ায় বদ্বীপে খাদ্য-কারু ঝিমায় অনেক কিছুর মতোই
তবু পতগদের পহরে বাক-সুর ফিরে আসে নষ্ট নগরের নাটে ।
দাপটি দুপুরে পাখিরা উড়াল দেয় সরু করিডোর বেয়ে নব্য কাঁচ ঘেঁষে ঘেঁষে
পলিজ-বামার পেতল-পেলব ছবি উলু দেয় আষাঢ়ী গীটারে
পাশে শিশু তেজারতির তুরগী তবলা বাজায় গাজার কষ্ট-গাঁথা দুরে রেখে ;
হ্রদে তখন পলিমারের ভীমপলাশি হ্রাদ , দ্বিজ দ্বিপে চড়ে মেট্রো ডিঙায় ।
গুলশান, ঢাকা । আষাঢ় ১৪৩১ ।