প্রিয় কবিবন্ধুগন,
সালাম ও ফাল্গুনিক শুভেচ্ছা ।
অমর একুশ দ্বারপ্রান্তে ,বই মেলা শেষার্ধে ; ইচ্ছা হচ্ছে আজ মেলায় যাওয়ার বিকাল ৪-৬টার মধ্যে । আপনিও আসেন, কোরাসে কিংবা নিরিবিলি একান্তে নেই বইয়ের বাসন্তিক গন্ধ নানাভাবে দূষিত এই নগরে । কবি-সুহৃদ প্রতিশ্রুতিশীল তরুণ প্রকাশক ও পরিবেশক বুলবুল ভাই মাতাচ্ছেন মেলা বুলবুল প্রকাশনীর (স্টল ২৬) লালছে আভায় ধলেশ্বরীর দুন্দুভিতে নানাবিধ পরিবেশনায় ।
ফরিদ হাসানের নীলাভ নিগড় গ্রন্থটিও পাবেন অনেক পরিচিত লেখকের বইয়ের মাঝে।
সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি । অসংখ্য ধন্যবাদ ।