বাকুর বাঁকে

বড় বড় কথা শোনে বাকু বোধ হয় বকে যায়    
ক্যাস্পিয়ান সৈকতে যখন কার্বন-জায়েন্ট জোরবাকের আসর পাতে ,    
লোহারা লড়বে লাগাতার লালফিতের লালায়
গলিত আগ্নেয়গিরির চেয়ে বেশি অনল ঢালবে কোরাসে    
কোন কোন  মৌন কার্বন কারবারি  আর পাতশাহি ।  

খোদাশান হ্রদে মিষ্ট লহরী বানাবে পুরনো বকবাজ  
সাদা বক সখা কিংবা সুডোল সলিল হারায়,  
উজিরের সুয়া চান তার মতই ছটপঠাবে চিররাত  
বদ্বীপে এবং দ্বীপ রাজ্যে  যেথায় জ্বলে অমল ধবল পাল,      
দূরে কূট কায়দায় নিরুর লাগান বাঁশি বাজায় দিঘল মাতব্বর      
বামুন মানব কথা বলে জুঁই বাঁচাতে নিবু ঝালে  
ইতোমধ্যে বাকুর জীবেরা কার্বনে ঝিমায় ।  

১৫.১১.২৪