ধ্রুপদ গজলে ধীরে ধীরে কামেল ফকির ধরে
আশাশুনি আশা তোলে ছিল সুন্দরবনে ;
আইলা সিডর আম্ফান আর কালো-জল  
ফিকে করে আশাশুনির সব রপিত আদল      
কেওরা কেতকি কাঁদে কাল থেকে কাল ,
এক ভোট  থেকে অন্য ভোটে যেন চির অশ্রুভরা উপকূল
দুখের করোটি নাচে খোলপেটুয়ার পেটে নির্বাক সব ঈগল;  

খোলপেটুয়া তীরে ফাপা ঢোল বাজে  নানা পিরালীতে
কড়ি কিত্তন করে কর্তার করে পূর্বাচলের পবনে ।  



এপ্রিল ২০২৫