আষাঢ় আলাপ
১।
আষাঢ়ে আড়ালে গেছে জ্যৈষ্ঠের জেদি তপন
সতেজ হয়েছে শ্যামল নরম ঘাস আর ভেজা চুম্বন ।
২।
কুড়িগ্রামে কড়কড়ে জলে ভাসে মানুষ বিটপী
পিছনেই গোঙায় ধরলা দুধ-কুমারির কুমারী ।
৩।
আষাঢ়ে ব্রাহমা গো নিয়ে জেট উড়ে পদ্মা পানে
দেশি ধেনু শূন্য ফিগারে রেম্পে উঠে সাভারে ।
৪।
চাঁপাইয়ে আম্র বায়ে আম জনতা চাপে
নাচলে নীরবে সাতালি সারেঙে ভূমিহীনতা বাজে ।
৫।
আষাঢ়ে কোণঠাসা কড়ি মন্ত্রী লুই কানের ইমারতে
লাল পাসপোর্ট লাল গাড়ী দ্রুত উঠে তামাটে কাঁধে ।
৬।
আষাঢ় বরষে পুতিন নিতম্বে ভাগনার নৃত্য, যেন কেজিবি কদম কুসুমিত কুঞ্জে
বদ্বীপের সামবাদি’র কনে শিক্ষা নেয় মার্কিন মূলকে, পিতার পচা পুঁজির প্লাবনে ।
( দ্বিপদী ঢঙে রচিত)
মিরপুর , ঢাকা । ২৮.০৬।২৩