আগারগাঁওয়ের আদি আলে
আগারগাঁওয়ের আইলে গুঞ্জনে ছিল বিহগেরা
যেন চর্যাপদ হরফে হরষে দোলা বসন্ত সাজে ,
বেতাল গজল গর্জে মাঝে সাজে মৃদু লয়ে
মনে হয় বরষ-বসন্ত মিশেলে ডুবু খেলে ।
গান গায় নানা সুরে নানা রাগে পতগেরা
সাথে সারেঙ্গিতে শুকনো পাত আর
ঝিলিকিত বালুকনা জনকর দালানের ,
ওরা আলা বেলায় উড়াল দেয় গাথা শেষে
বোরো খেত খতিয়ে, পতৎ পাতার পদ্য পুষে;
আবার বহিবে ফুলেল কোরাস আগামী ফাগুনে
যখন আলের ধরায় ধ্বনিভোট ধনশ্রীতে ধ্বনিবে ।
২৩.০২-২৯.০২.২৪
আগারগাঁও-মিরপুর, ঢাকা ।