"মনে পড়ে"
তাহারেই মনে পড়ে এই মেঘলা দুপুরে,
মুগ্ধ হতে চায় মন তার রিনিঝিনি নুপুরে।
জানালা দিয়ে বয়ে যায় খোলা হাওয়া,
মনের অন্তরালে শুরু হয় কিছু চাওয়া।
অপেক্ষা শুধুই এখন দু ফোটা বৃষ্টির,
দূর থেকে দূরে প্রতিক্ষা ভালোবাসা সৃষ্টির।
তবে প্রেয়সী কোথায় তুমি,কেন দূরে,
জানো কি তুমি,আজ তোমারেই মনে পড়ে।
"ভুল ভেবোনা"
ভেজা পথে হেটে চলেছি বলে ভেবোনা
কাঁদায় ডুবেছি।
বিকেলের মৃদু আলোতে একা বসে আছি
বলে ভেবোনা আমি তোমায় ভাবছি।
স্বপ্ন হেরে গিয়েছে বলে ভেবোনা
আমি হেরে গিয়েছি।
পরাজয় হয়েছে বলে ভেবোনা
আমি পরাজিত হয়েছি।
আমি তোমারি মাঝে ডুবেছি,হেরেছি,আর
তোমারি মাঝে নিঃশেষ হয়েছি।
"তুমি"
ছন্দের শব্দ তুমি হতে পারলে না,
পারলে না আমার লেখা কিছু গানের কথা।
যে "তুমি" কে খুঁজে চলেছি আমি
সেই "তুমি" কে আর কবে পাবো!!
সত্তা,আসক্তি,মায়া,
সব যে দিনের সাথে পাল্লা দিয়ে
ক্লান্ত হয়ে হারিয়ে যেতে বসেছে।
আর কতদিন এই প্রতিক্ষা,অপেক্ষা,আর কতদিন।
সূর্যের দেখা কি তবে মিলবে না।