কে ওখানে?
__আমি তোমার ভালোবাসা।
কিন্তু আমার তো ভালোবাসা নেই!!!!
__এতো সহজেই ভুলে গেলে?
আমিতো ভুলে যাইনি কাউকে,,
__তবে অস্বীকার করছো যে?
আচ্ছা তর্ক না করি,কি বলতে স্বরণ করেছেন জানতে পারি কি?
__আমি ফিরে চাইতে এসেছি আমার ভালোবাসা।
কিন্তু ভালোবাসা যে ফেরানো যায়না।
__কেন? তুমি তো কাউকে কখনো ফিরিয়ে দাও নি,সবার সব চাওয়াই তো পূরণ করো,
তবে আমার বেলায় কেন এমন?
হ্যা তা ঠিক,কত জনারে শব্দ দিয়েছি,কবিতার বর্ণ দিয়েছি,গল্পের রুপ দিয়েছি,বিপদে হাত ধরেছি,এরপর তাদের
ভুলে যাওয়া খাতায় নাম লিখিয়েছি।কিন্তু তোমায় যে কিছু দিতে চাই না।
__কেন আমি কিছুই পাওয়ার যোগ্য নই?
কেন দিবো তোমায়? কখনো আমায় নিয়ে কি কবিতা লিখেছো তুমি?কখনো কি আমার নামে গান গেয়েছো?বৃষ্টির জল কে
ছুয়ে আমায় অনুভব করেছো কি?
__মানছি কিছু করিনি,কিন্তু যাদের তুমি শব্দ,কবিতা,গল্প দিয়েছো তারা ও তো তোমায় কিছু দেয়নি,স্বার্থপর এর মত তোমার কাছে থেকে নিয়েই গেছে।তবে আমার বেলায় কেন ব্যাতিক্রম?
কারণ তুমি যে তারা নও,তুমি যে আমার ভালোবাসা।আর ভালোবাসা যে একজন,একমাত্রিক,এক স্বপ্ন,এক চন্দ্র,এক তুলনা।তুমি যে শুধু তোমারি তুলনা।কারো সাথে যে তোমার তুলনা হয়না।
__কিন্তু আমি যে তার মর্যাদা দেইনি।তোমাকে তো তোমার জায়গা দেইনি।
তাইতো আমিও দেবোনা ফিরিয়ে ভালোবাসা।শুধু বেদনা যে একটাই আমার
তুমি পর হয়েছো,পর করেছো,শুধু পথ চলতে সেখাও নি,তুমি বিহীন পথের চিত্র আঁকিয়ে দাওনি,তাই ভেবে নাও তুমি ও তোমার ভালোবাসা ফিরে পাওনি।