নিরব কোলাহল কি চেন তুমি,
মনের অব্যয় কি বোঝ?
আমি আছি পাশে দাড়িয়ে
তবু কোন নির্জনতাকে খোঁজ?
শান্তির কোন প্রতিক কে বলো প্রেম,
উল্লাসের কোন ভাষাকে বলো ভালোবাসা ?
আমি ক্লান্তহীন কাব্য শুনিয়ে যাই,
তবু কোন স্বপ্ন তোমার আশা?
উত্তাল কষ্টের কতটুকু তাপমাত্রা,
কতটুকু হলেই বা মাপতে পারো?
প্রণয়ের শুরুটা তো আমি করেছি,
তবে চুড়ান্ত কেন তুমি করো?