সন্ধ্যা হোক বা দিন
কিংবা হোক, মন ঠিকানা বিহীন,,
আমি তবুও অপেক্ষা করবো তোমার তরে
সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোরে ।
মুছে যাক যত ই পুরোনো স্মৃতি
কিংবা আসুক যতই এ মনে ভীতি,,
তবুও শেষ হবেনা আমার অপেক্ষার পালা
হোক কষ্ট থেকে যন্ত্রণা, যন্ত্রণা থেকে জ্বালা ।
সাদা চিরকুট হোক না কালো
দূরে হারিয়ে যাক সব সুখের আলো,,
আমি তবুও করবো তোমারি আশা
হবে আবেদন থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা ।
যদিও তুমি যাও হারিয়ে
আমি মিছে মিছি রবো দাড়িয়ে,,
অপেক্ষার প্রহর যে বারবার ই কাব্যময় লাগে
তোমায় যেন দেখতে পাই একবার,মৃত্যুর আগে ।