উদাস কেন বালক তুমি
উদাস কেন মন,,
কে শোনায় তোমার মনে
বিরহের গীতগাহণ..
কিসের এত বেদনা তোমার
কিসের এত জ্বালা,,
কবেই বা পড়েছিলে তুমি
প্রেম বিরহের মালা..
কেন তোমার চোখ দুটোতে
অসীম দুখের ছায়া,
কার কারণে ঐ মনে
এত করুণ মায়া..
কে ছিল ঐ মায়াবতী
কোথায় তার ঘর,,
কোন কারণে করে দিলো
তোমায় সে পর..
যদি করেই থাকে পর তোমায়
গিয়ে সব ভুলে,,
তবে তুমি কেন মিছেমিছি
ভাসো নয়ন জলে..
এসো তবে আমার সাথে
পথ দেখাবো সঠিক,
আমি হলাম নাম না জানা
একলা পথের পথিক...