মনের দপ্তর যদি না পাল্টায়,

অবসর ও যদি না নেওয়া যায়,

তবে ভেবে নিও তুমি হেরে গেছো,

আর মিছেমিছি মরিচিকার পিছু নিয়েছো ।

এ সমাজের ধারা তো এমন নয়,

তোমার মত বলেনা সে ভালোবাসার নেই ক্ষয় ।

তাই বিনীদ্র রজনী গুলো সবটাই বৃথা তোমার,

চেয়ে দেখো সমাজ হাসছে তোমায় দেখে

আর বলছে তুমি নও আমার ।

এ অপবাদ নিয়ে তবুও কি চলতে চাও,

নাকি মুখের জড়তা কাটিয়ে

কিছু একটা বলতে চাও ।

যদি নিরব হয়েই থাকতে মনস্থির করো,

তবে মেনে নাও তুমি

এ সমাজের কেও নও

এ সমাজ অন্য কারো,

ইচ্ছে হলেই তাই নিরুদ্দেশ হতে পারো ।