হলদে বনের ভিতর দুটো পথ দুই দিকে বিচ্ছিন্ন
আর আমি নিরুপায় একই সাথে দুটো পথ দেখার ।
অনেক ক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হল আমি একা এক পথিক ।
যতদূর চোখ যায় নীচে তাকিয়ে থাকলাম
ঢাল বেয়ে যাওয়া একটি পথ শেষ হওয়া অবধি ।
তারপর অন্য পথটিকে পরিপাটি মনে করে বেছে নিলাম
হতে পারে এ পথটি আগেরটি থেকে খানিক বেশিই দাবি রাখে
কারণ এটি ঘাসে ঢাকা ছিল এবং পরতে চেয়েছিল নিজ পোষাক ।
যদিও ওখানে মানুষের আসা যাওয়া ছিল
সত্যি সত্যিই তাদের পোষাক পরিয়ে দিয়েছিল একই ভাবে ।
দুটো সকালই তখন একইভাবে শুয়েছিল
পাতাগুলো কোন কালো পদক্ষেপ পিষ্ঠ করে যায়নি ।
হায় ! আগের পথটিকে আমি রেখে এসেছিলাম আরেক দিনের জন্য
তখনো জানতাম না পথ হাঁটার পথ
আর সংশয় ছিলো কোন একদিন ফিরে আসার ।
আমি বলে যাবো লজ্জাবনত হয়ে
বয়সের কোন বয়সে , ঐ বয়সে
বনের ভিতর দুটো পথ বিচ্ছিন্ন ছিল আর আমি
আর আমি বেছে নিয়েছিলাম কম আসা যাওয়ার পথটিকে
যা সৃষ্টি করেছিল ভিন্ন কিছু ।