কুয়াশা আছে নেই।
উত্তুরে বরফের গাড়িতে চড়ে
এসেছে তীর হয়ে কনকনে শীত।
আরামের ওম যখন কম্বলের ভাজে
কারো কারো ঘুম চেষ্টা
রাস্তার পাশে
খোলা আকাশ যেথা নির্বাক থাকে।
পাতলা কাপড়ে পুরে নিজ দেহ
জুবুথুবু পরে থাকে উষ্ণতা পেতে ।
ভারী হয় ঘুমহীন কনকনে রাত
বরফের ঝাকুনিতে হাড়গোড় কাঁপে।
শুয়ে শুয়ে ভাবে তারা মানুষ বটে
জন্মটা হয়েছে গরীবের ঘরে।