যেদিকে চোখ যায় জল আর জল
থেমে থেমে নেমে আসে বাদলের ঢল
মাঠ ডোবে ঘাট ডোবে, ডোবে গেঁয়ো পথ
নৌকা আর ভেলা ছাড়া নাই যাতায়ত।
বিল ঝিল ডোবা ক্ষেতে হলুদের মেলা
শাপলার হাসি দেখে কেটে যায় বেলা
শালুক পাতার পরে বৃষ্টিদের গান
ছপছপ শব্দে হয় মন আনচান।
ঘ্যাঁ ঘোঁ ঘ্যাঁ ঘোঁ ব্যাঙ ডেকে যায়
তার সাথে ঝিঁঝিঁ পোকা ঘুম যাওয়া দায়
দল বেঁধে শিশুদের বৃষ্টিতে স্নান
ফোটা ফোটা স্পর্শে নেচে ওঠে প্রাণ।
কদম ফোটে গাছে থোকায় থোকায়
দুরন্ত কিশোর চোখ সেখানে হারায়
চোখ দুটো চলে যায় দূর থেকে দূর
ঢেউয়ে ঢেউয়ে ছুটোছুটি বরষার সুর।
( বরষার আয়োজন)