ভেঙে চুরমার করে দেয়া ঢেউ যখন বড় বেশি
উজানে আর কত বাওয়া যায় ভাঙা তরী
কত আর বল পাবে দুর্বল পেশি
হাড়ে হাড়ে পরাজয়ের ক্লান্তি গেছে ভরি।
পাল ছাড়া বায়ু ছাড়া ছোটা একা একা
যেখানে আকাশ মাটির মিশে যাওয়ার ভ্রম
কত দূরে নিরবতার দ্বীপ যাবে দেখা
কোন আকাশে কাল মেঘ নেই থমথম।
ফুল হাতে বসে আছে ভাবনার ছায়া
যে ছিলো মরুতে এক ফোটা জল
সে কি প্রেম ভালবাসার মিছে কায়া মায়া
দুনয়নে রাতদিন করে টলমল?
কবে তবে ফুরাবে অচেনা এ পথ
ধরবে কি বন্ধু কেউ নড়বড়ে হাল
ভেসে থাক প্রভাতে যা ছিলো শপথ
ছুটোছুটির চিহ্ন যেমন রাখে মহাকাল।