এটা কোন প্রতিযোগিতাই হয়তো নয় ।
তবু আমরা অনেকেই দৌড়াচিছ
এক বিশাল এবড়ো থেবড়ো মাঠে
যে মাঠে কারো পদচিহ্নই পড়েনি আগে ।
অনেক পা দেখা যায় আর অনেক পা অদৃশ্য
নিজের পথ ফাঁকা পেতে অকারণেই মারছে ল্যাং ।
ষন্ডা মার্কা সে ল্যাংখাওয়া এড়িয়ে ছুটতে ছুটতে
মাঠের তিন ভাগের দুইভাগ পৌছতেই মনে হল
সময়ের নিয়মকে আর শক্তিকে এড়িয়ে চলার সাধ্য কারো নেই ।
যে লোকগুলো গায়ের জারে ছুটছিলো ওরাও হাপাচ্ছে ।
অতি শান্ত কয়েকজন সহযাত্রি ছিলো
যাদের দমই ছিলো কম
ওরা আর ওঠে দাঁড়ায়নি ।
ওদের দৌড় শেষ হয়ে গিয়েছিলো ।
তিন ভাগের দুই ভাগ পেরুনো চালশেতে মনে হল
শেষ লাইনটা বুঝি অস্পস্ট দেখা যায় ।
অতি চালাক যারা
দৌড় ছাড়া আর কিছু রাখেনি খেয়াল ।
তবু আমি হয়তোবা আমার মতো আরো কেউ কেউ ধীর লয়ে ছুটতে ছুটতে দেখি
মৃত ঘাস ফড়িং আর রং শুকানো ফুলের পাঁপড়ি ।
তবু বেঁধে দেয়া সময় আমাদের বলেছে ওরে দৌড়া
এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই
নাহলে পদপিষ্ট হয়ে নাই হয়ে যাবি ।
আজ বড় ক্লান্ত আড়ষ্ঠ পা
তবু পাতা ঝরার শব্দ শুনে
ঝরা পালকের পতন দেখতে দেখতে পাষন্ডের মতো ছুটি ।
ছুটতে ছুটতেই ভাবি আর একভাগের মতো বাকি
হোক যেভাবেই তবুতো কিছু দূর এসেছি
বাকি সময়টুকো আদৌ দৌড়াতে পারবো কি ?