উত্তর - দক্ষিণ,
পূর্ব - পশ্চিম।

বুঝিনা কিছু।
হেঁটেই চলেছি,
চাঁদ এর পিছু  ।।
হয়েছি মাতাল,
খেয়েছি জোছনা।
চাঁদ ই সব,
আমি বাহানা।।

নদীতেও মধুর চাঁদ,
আমি পাতিনি হাত।
ধরবে না কেন?
জোনাকির হাসি।
আমি বধীর,
চাঁদের দাসী।

একলা মাতাল,
দেখেনি কেউ।
ঝিঁঝিঁপোকাও চুপ,
প্রেমের ঢেউ।।