এবং সবই অতীত হবে, শুধুই অতীতে গমন। ।
আমি দেখি সরলরখার পথ ধরে ধরে বক্র চলাচল।
কারন তোমার পাথরেরা এখন সমাধি, অতি দ্রুত ধাবন।
এবং সবকিছুই আসে যায়,
আমি আর তুমি কোনদিন জানবো না কত পাথর সমাধি,
আর কত বাকি।
কারন আমরা পারিনা পৃষ্ঠাগুলি যোগ দিতে।
কারন সবই ধাবমান।
এবং যদি আরও সুযোগ পেতাম,
যা পারিনি তা কোনদিন পারতাম না।
কারন আমি এবং তুমি এমনই।
এবং বর্তমান , ভবিষ্যত,হবে বহুদূরের সৃতি, যা তোমাকে হাসায় কাদায়, যা আমাদের সূচনা ।
এবং সব শেষে তোমাদের অনুভুতি,
আমার অনুভুতির পাথর সমাধি।
কারন আমার জীবনের মানে , যা স্বপ্নে দেখেছিলাম গতরাতে, এখন মনে করার বৃথা চেষ্টা।
কারন ল্যাম্প পোস্ট এর লাল আলো, মানে থামো।
যেখানে আন্তঃনগর গাড়ি তে আমি অধৈর্য।
কারন জীবনতো মোবাইল এ কল আসা, নাম্বার ভেসে উঠা।
আর তোমার না বলা কথার জন্য অপেক্ষা। ।
কারন আমার জীবন মানে
প্রিয়তম গানের শুনতে শুনতে শেষ হওয়া।
কারন আমার জীবন মানে, অশ্রুত শ্রবনের দীর্ঘ প্রতীক্ষা।
কারন আমার জীবন মানে মুহুর্মুহু আকাবাকা ভ্রমন।
ফেলেআসা রুপালি খত।
সহসা হারিয়ে ফেলা পাওয়া যত।
কারন আমার জীবন মানে
সাহসের অভাব, রোদ্রদিনে ঘরের ছায়ায় থাকা, রাতদুপুরে চাদের পানে গলা বাড়িয়ে দেখা।