দংশিত বিবেক'ই
ফেরদৌস রায়হান
ইচ্ছের প্রবাহ তুমার দিকে প্রবাহিত হয়
তীব্র শক্তিশালী একটা পছন্দের গতি
বিবর্তনেের পৃথিবীতে ঘুর ঘুরে বিষ্ফোরণ ঘঠায় ।
ক্লান্ত দুপুর বেলায়
লোভী,বিশ্বাসঘাতিনী,হিংসুটে,বেত্তমিজ
বেহায়া আর বেপরোয়া
আমোদ প্রোমূদএ ব্যাস্ত
উচ্ছাকাঙখী, স্বপ্নবিলাশি
বিচক্ষণ, বুদ্বিদ্বীপ্ত ব্যক্তিত্বের সাথে
অসময়ে বিদ্রোহ ঘোষনা করে ।
জীবনের মানে বুঝতে বুভুৎসায় কেটে যায়
বাহ্যিক স্বাচ্ছন্দ্যে,আত্মার সন্তুষ্টি
মুহূর্তে জনম জনমের শত্রু...।
স্বার্থ মিশ্রিত লেনদেনের বুমেরাং ভালবাসা
অবজ্ঞা আর মিথ্যার ডাস্টবিনে
নিষ্ফল প্রাপ্তিতে হই ম্রিয়মাণ
সময়ের আন্দোলনে
অস্থির আমি মুক্তির নেশায়
নিঃশীম ছায়াপথে বিষন্ন প্রহর গুনি
ক্ষুধা আর অনন্ত পছন্দের পৃথিবী বদলে যায়
সুন্দর জীবন ফেলে দিলে নস্টের পথে
তাই ঘাতে প্রতিঘাতে মৃত্যুর আমন্ত্রণ
অহর্নিশি ব্যর্থ চেষ্টায়
অপূর্ণ এ জীবন
জীর্ণ,ব্যর্থ ছিটকে পড়া ব্যাকুল
ভালোবাসার এই পৃথিবীতে
অকারণে ক্লিষ্টতায় হই পিষ্ট
নিজের ঘরের দেয়াল ভাঙ্গাচুরার, ফাটল ধরিয়ে অন্যের ঘরে শক্ত দেয়াল গড়ায়
বাস্তবতার রুদ্ধ দাবানলে
বিবেকের দ্বারে বিবেক'ই দংশিত আজ।