আত্মদহন
ফেরদৌস রায়হান
অন্তর আত্মারা কেবল নববধুর মতো নত শিরে আরো হতে শিখেছে
শোকের অমৃত বিষে নীল হতে থাকে মুখ
আমিতো তুমারই ঘাঁটে সাম্পান নুঙ্গর করেছিলাম
শৃঙ্খলিত আত্মার মুক্তি পেতে
কিছু আকুতি,কিছু মৌনতার
বিচিত্র এ দর্পণে
নিজের মনঃপূত প্রতিকৃতির খুঁজ পেতে
জরাজীর্ণ বুকের ধীর্ঘশ্বাসে
ক্ষতবিক্ষত আকাঙ্খা
কোমল করুণা ধারা প্রবাহিত অনাবিল শান্তির জীবন
পাষাণ অপেক্ষায় নিরস কঠিন অভিহিত
অগন্তব্য প্রলয়ের সীমালঙ্ঘন
আমি আশীর্বাদ না অনির্বাণ
অভিস্পাতের চিরায়ত চিত্ত
কেউ জানেনা
তাং ১৭/০৪/২০১১ ঈঃ
স্তান ঃ দুবাই