এ কোন অগ্নিবান
ফেরদৌস রায়হান
মোর অভিলাষের তরীখানা
ভাসিয়ে নিয়ে গেল
এক কাল বৈশাখের ঝড়
নিরাশার অবগুণ্ঠিত জীবন নদীর
অফুরান অবকাশে
সুখের পাথরে বাঁধিয়াছে বেড়ি চিরন্তন
অনুচ্ছারিত আবেগ আত্নার গলায় যুলানো প্রায়শ্চিত্তের শঙ্ক
বুকের আদিগন্তে নির্বাক দূঃখ গুলো
নীড়ের আশায় লক্ষবিহীন ডানা মেলে
বৈরী সময়ের সুদৃঢ় প্রত্যয়ে
গোলাপী যৌবনের ধুসর বুকে
দিক ভ্রান্ত উতপ্ত চৈতের ঝরা পাতায়
রক্তে লিখা হয় ব্যর্থতা
দীর্ঘশ্বাসের ত্রিমুখী এ কোন ব্যথার জালে
জড়িয়ে গেলো জীবন
এ কোন অগ্নিবান লাগলো বুকে
ক্লান্তির ভয়ঙ্কর বধির ছিঁড়ে
ভাঙ্গবে কি সব খেলা
তাং১৫/০৩/২০১১ ঈঃ