ভালবাসা যেন, মনের লুকানো কিছু অনুভুতি,
ক্রমাগত পরম ভালোলাগার প্রসারণ,
কিংবা কিছুটা সময়ের একান্ত বোধ।
ঘড়ির কাটার টিক টিক শব্দ করা,
আর হিমেল হাওয়ায় বয়ে চলা,
এ যেন হৃদয়ের অনন্ত অর্চি।
মুখের হাসিটাকে আচ্ছাদিত করে,
ভেঙ্গে যাওয়ার ভয়ের আশঙ্কায়,
সে এক যন্ত্রণা প্রকাশের ধ্বনি।
ভালবাসা যেন, মনের অনুভুতিতে কিছু ভাললাগা,
রঙিন প্রজাপতির মত পাখা দুটি মেলে,
উড়ে উড়ে বেড়ানো মনের সকল ভাব।
ছন্দময়ী সুন্দর একটি মন ছোঁয়া গান,
ফাল্গুনের মৃদুমন্দ বাতাসের আন্দোলন,
এ যেন হৃদয়ের অন্যরকম আনন্দ দোলা।
উষ্ণ আলোতে গ্রীষ্মের উজ্জল দিন,
আর গাছে গাছে পাখিদের সরবে কূজন,
সে এক হৃদয়ের প্রবল আবেগ উচ্ছ্বাস।
ভালবাসা যেন, জমে থাকা মনের অনুভুতি সব,
গভীর থেকে গভীরে গোপন করে রাখা,
সযতনে মনের অন্ধকার কক্ষটিতে।
মনের দরজা খুলে, দুর্গম পথ বেয়ে,
অবরুদ্ধ প্রণয়ে এগিয়ে যাওয়া,
এ যেন হৃদয়ের স্পন্দিত নিষ্পেষণ।
শ্রবনীয় হৃতপিন্ডের ধ্বনিত ঐকতান,
দুরুদুরু বুকের গম্ভীর প্রাণস্পন্দন ,
সে এক বাস্তব আর স্বপ্নে দোলানো জীবন।