স্রষ্টা বললেন, রক্ত ঝরাও,
সৃষ্টি বললো, কার রক্ত ঝরাব!
স্রষ্টা বললেন, তোমার প্রিয় বস্তুর,
সৃষ্টি বললো, হে প্রভু তোমার তো নেই কোন অভাব
তাহলে কেন এই অভাবীর অভাব বাড়াতে চাও?
কেন কেড়ে নিতে চাও অভাবীর ভাবের প্রিয় বস্তুটিও?
স্রষ্টা বললেন, কারণ এটাতে রয়েছে আমার সন্তুষ্টি।
স্রষ্টার আদেশ শিরোধার্য মেনে
স্রষ্টাকে সন্তুষ্ট করার নিমিত্তে
সৃষ্টি গড়লো পাষাণ কঠিন হৃদয়,
স্রষ্টার প্রেমেই কোমল হৃদয় কঠিন পাথর হয়।
সৃষ্টি রক্ত ঝরালো তার প্রিয় বস্তুর কিন্তু জবেই হলো একটি পশু।
স্রষ্টা বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ, তোমার প্রভু সন্তুষ্ট তোমার প্রতি।
এই পশু তোমাদেরই জন্য, এটি ভক্ষণ করাও ও ভক্ষণ করো।
সৃষ্টি বললো,
তুমি মহান হে প্রভু, তোমাতেই আমরা ধন্য।
তুমি গড়েছো এই প্রাণ, তুমিই করেছো তা প্রিয়।
তুমিই জানিয়েছো মহান ত্যাগের আহবান,
আবার তুমিই বলছো এটি আমাদেরই জন্য।