বুকের ভেতর গাই মেরে উঠে
এক ঝাঁক কবিতা,
কিন্তু হায়! অতৃপ্ত সাধুর সাধনায়
নেই আর কবিতার ঠাঁই।
পাখনার নিঃশ্বাসে আটকে রেখে প্রশান্তি
কবিতা গিলে খায় সময়ের টোপ
হেসে হেসে, ভেসে ভেসে কাব্যতা ঠিকে থাকে
জোয়ার ভাটায় শুদ্ধতার আশ্বাসে।
বিস্মৃত্বির চৌকাঠ পেড়িয়ে
নিশাচরের বেশে যে স্রোত হারায়
মগ্নতার প্রাচীরের পাশে, তাতে
কোন কাঙ্গাল বাঁধবে মাদুলি!