গল্পটি থেমে গিয়েছিল সেদিনই,
তারপর বহুদিন আমরা দেখিনি
কারো মুখ আর।
চোখের কপাট খুলেও
নজরে আসেনি আর সেই মেঠোপথ।
সেই অঞ্জির গাছটির নিচে ঝরে পরা ফল
টুকিয়ে নিয়েছে দিনখেকোদের দল।
আমরা চৈত্রের বৈচিত্রের ভেতর
অনিমেষ দৃষ্টি দিয়ে হারিয়েছি বর্ষার গান।
সেদিনের পর, হ্যা সেদিনের পর
কোন সংসারে আর ঘটেনি সম্প্রসারণ।