সেই বাসে আমি ছিলাম না, যে বাসে কাবাব হলো উনিশটি প্রাণ।
সেই বাসে আমি ছিলাম না, যে বাসটি ঝলসে গেল অগ্নির ছোয়ায়।
সেই বাসে আমি ছিলাম না, যে বাসটি ডানা মেলছিল বিহঙ্গ নামে।
আমি কসম কেটে বলছি সে বাসে আমি ছিলাম না,
আমি ছিলাম না সেই বাসে।
সেই বাসে ছিলনা আমার বাবা, ভাই কিংবা কোন আত্মীয় স্বজন।
সেই বাসে ছিলনা আমার মা, বোন কিংবা প্রাণের প্রেয়সী।
সেই বাসে ছিলনা আমার সহকর্মী, সহমর্মী কিংবা কোন বন্ধু।
আমি কসম কেটে বলছি সে বাসে তারা ছিল না,
তারা ছিল না সেই বাসে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে
মৃত্যুর আলিঙ্গনের অপেক্ষায় তৃষ্ণার্ত সেই উনিশটি প্রাণ
আমার কেউ নয়, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই,
তারা মরুক বা বাঁচুক তাতে আমার কিছুই আসে যায় না।
কিন্তু আমার আত্মার স্পন্দনে
আমি তাদের ছোঁয়া খুঁজে পাই
তারা ছিল আমার আত্মার আত্মীয়,
আমাদের দেহ রাখেনি তাদের খোঁজ।
হে বাংলাদেশের জনগণ, তোমরা ঘুমাও
তোমাদের দুচোখে ঘুম প্রয়োজন, পাথর শক্তিধর ঘুম।
তোমরা নিদ্রাহীন অনেক দিন, অজস্র রজনী।
আজ তোমরা ঘুমাও, তোমরা ঘুমিয়েই থাক,
এদিকে আগুনে মরুক, আগুনে পুড়ুক
তোমাদের আত্মার আত্মীয়।
জেগে উঠোনা, জেগে উঠলে চমকে যাবে
যেদিন পাবেনা হাতের মুঠোয় রাখার মত হাত।
-২৮ নভেম্বর/১৩