শকুনের দোয়ায় আর গরু মরে না,
মানুষ মরে ঝাঁকে ঝাঁকে,
পথের বাঁকে, গলির ফাঁকে।

এদিকে, শব্দের মানচিত্র আগলে
পরে থাকেন নষ্ট সমাজের হর্তাকর্তা,
এখানে পদ হড়কালেই বিপদ।

শকুনিদের দাঁত থাকতে মানা;
তারা থাবা দিতে জানে,
সহজেই ছোবল হানে
সভ্যতার ইতিহাসে।

শকুনির আমলনামায়,
লেখা হয়না খুনের দায়
যতটুকু-না দায় যায় কাবিলের গায়।

-২৮ নভেম্বর/১৩