কথায় কথায় আমাদের রাত এখন ভোরের কোলে আশ্রয় পায়, আমাদের মস্তিষ্কের নিউরন সেলে কথার বাম্পার ফলন। আমরা আমাদের কথাগুলো বস্তাবন্দী করে গুদামজাত করিনা বরঞ্চ তা ছড়িয়ে দিই কানে কানে, ছড়িয়ে দিই মন থেকে মনে।
একসময় আমরা থেমে যাই মুয়াজ্জিনের সুরেলা আহবানে, কথার জমিতে আমরা ছড়িয়ে দিয়ে ভালো-বাসার সার। তারপর কিছুক্ষণের জন্য সেরে নিই প্রক্রিয়াজাত করন।
কথার বোতলে ছিপি আটকিয়ে আমরা তখন ডুবে যাই গভীর নিদ্রায়,
এখান থেকেই আমাদের দিনের শুরু।
-১৪ নভেম্বর/১৩