কাছে এলেই আমরা সরে যাই;
আমরা সরে যাই কথা থেকে কথায়,
সময় থেকে সময়ে, যুগ থেকে যুগে।
সরতে সরতে
আমরা সরে যাই গ্রহ থেকে গ্রহে
কক্ষপথ থেকে কক্ষপথে।
অতঃপর সৃষ্টি করি নতুন গ্রহ,
সৃষ্টি করি নতুন আরেকটি পৃথিবী।
ঐ পৃথিবীতে আমার সাথে তোমার
তোমার সাথে আমার বন্ধুত্ব থেমে যায়।
আমাদের পাশাপাশি দুটো দেহে
তখন লাখো আলোকবর্ষ দূরত্ব।
আমার গোলার্ধে যখন নাবালক দুপুর
তোমার গোলার্ধে তখন বাড়ন্ত রজনী।
প্রিয়তমা, আমাদের এন্টার্কটিকার বুকে
জেগে উঠুক সফেদ বসন্ত।
-২১ আষাঢ় ১৪২০