সম্মানিত যাত্রী ভাইয়েরা,
মুসলমান ভাইদের প্রতি আমার সালাম,
হিন্দু ভাইদের প্রতি আমার প্রণাম
অন্যান্য ভাইদের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা।
প্রিয় ভাইসকল,
আপনারা জেনে খুশী হবেন আমি কোন রাজনৈতিক নেতা নই
তাই আমি আপনাদের সম্মুখে
কোন ভাষণ প্রদান করতেও আসি নাই,
আমি কোন ডাক্তার নই ,
তাই আপনাদের গলায় ছুরিও আমি চালাব না।
আমি কোন ডাকাত নই,
তাই আপনাদের নিঃস্ব হওয়ারও ভয় নেই।
আমি কোন ভিক্ষুকও নই,
আমার কাছে তাই আপনাদের মাফ চাওয়ার প্রয়োজন নেই।
নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন জাগছে এই আমি তাহলে কে?
আমাকে আপনারা সুখ ব্যবসায়ী বলতে পারেন।
আমি সুখের ব্যবসা করি,
অসুখী মানুষের অসুখ তাড়িয়ে
তাকে সুখী করাই আমার পেশা।
সম্মানিত যাত্রী ভাইয়েরা,
আপনারা ভাবছেন আমি মিথ্যা কথা বলছি,
আপনারা ভাবছেন আমি ঠকবাজ, প্রতারক, প্রহসনকারী।
আমি আপনাদের বলব আপনার ভাবুন, আমাকে নিয়ে আরো ভাবুন
যতই ভাববেন ততই আমাকে কাছে টানবেন ততই আমি আপনার প্রিয় হব।
প্রিয় আশাহত ভাইয়েরা,
আমি আপনাদের একটি সুসংবাদ দিতে এসেছি,
আপনাদের মলিন মুখে আমি হাসি ফুটাতে এসেছি,
এই হাসি ফুটানোর জন্য আমার কাছে রয়েছে
স্বপ্নযোগে প্রাপ্ত প্রেম-নাশক সালসা।
এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই,
এর ফল অব্যর্থ।
এই সালসার প্রতি যার চোখ পরে সে চোখ বিভেদ দেখে না,
যার হাত এই সালসা ছোঁয় সে হাত পরের হাত ছোঁয় না,
যার ভাবনায় এই সালসার ছবি ভেসে উঠে
সে তার সাথে কভু অন্যকে তুলনা করেনা,
যার পেটে এ সালসার রস প্রবেশ করে
সে হয়ে যায় অন্য মানুষ,
সে আর ঈর্ষায় জ্বলেনা,
সে আর দুঃখে পুড়েনা,
সে আর অর্থ চায় না,
সে আর প্রভাব চায় না,
সে আর ভালবাসা চায় না,
সে আর জনপ্রিয়তা চায় না।
যেখানে কোন চাওয়া নেই,
সেখানে কেবল সুখই সম্বল।
যে সুখ আপনি পাবেননা কোটি টাকায়,
সে সুখ আমি দিব ভুট্টা ভাজার দামে
মাত্র দশ টাকায়, দশ টাকায়, দশ টাকায়।
সুখী হতে চান
আছেন কোন ভাই?...