কে দিয়েছে চন্দ্র সূয
আকাশ ভরা তারা,
কে দিয়েছে রঙ পাখি
দৃষ্টি নজর কাড়া।
কে দিয়েছে বাহারি ফুল
নানা স্বাদের ফল,
কে দিয়েছে পাহাড় সাগর
খাবার মিষ্টি জল।
কে দিয়েছে বিছানো জমিন
আকাশ নামক ছাঁদ,
কে দিয়েছে প্রফুল্ল দিন
ক্লান্তি বিদূরিত রাত।
কে দিয়েছে বাবা মা
আত্মীয় পরিজন
কে দিয়েছে স্বামী স্ত্রী
আনন্দের সব ক্ষণ।
কে দিয়েছে অথ সম্পদ
অফুরন্ত সুখ,
কে দিয়েছে প্রাণ প্রিয়
সন্তানের ঐ মুখ।
বলো,
কে দিয়েছে ক্ষমতা তোমায়
কে দিয়েছে শক্তি?
কাকে মানছ প্রভু তুমি
কাকে করছো ভক্তি?
বলো,
"আল্লাহ তুমি সবদাতা
তুমিই আমার রব,
আমার যা প্রয়োজন
দিচ্ছ তুমিই সব।"
-২৮ ১২ ১৮।