আশংকাজনক হারে,
নগরীতে বেড়ে যাচ্ছে তৃষ্ণার্থ কাক ও ক্ষুধার্থ কুকুর।
বেড়ে যাচ্ছে নীতিখোর ঘুনপোকা ও সর্বভুক ইদুর।
বেড়ে যাচ্ছে কোকিলের ডিমে কাকের দেওয়া তাপ
যাচ্ছে বেড়ে আজ পেঁচা ও বাদুরের নিশাচর স্বভাব,
প্রকাশিত দিবলোকে লুকানো থাবার রাক্ষুসে বাঘ
খুঁজছি শিংহের হুঙ্কার, হেয় তুমি আছো কি সজাগ!
আতংকিত পায়রা, চিল ও শকুনের নির্ভুল নিশানা
কোথায় কখন দিচ্ছে হানা সমাধান আসছেনা।