আমাদের একটি সুন্দর বিদায় হোক!
এমন একটি বিদায় হোক;
যেন প্রতি বছরে একটি দিনের জন্য হলেও,
এই দিনটির কথা মনে পড়ে!
ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত না হলেও;
যেন স্মৃতির তাম্র লিপিতে এই দিনটি লিপিবদ্ধ থেকে যায়!
আমাদের পুরোনো সেই কফি হাট প্রাঙ্গণেই বসবো!
হয়তো পাশাপাশি নয়, তবে কিছুটা কাছাকাছি !
ততটা কাছাকাছি ও নয়;
যতটা কাছাকাছিতে, আমার বুকের দীর্ঘশ্বাস শুনতে হয়!
কুশলাদি বিনিময় হবে!
শুধু ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেসব নিয়েই আলোচনা হবে!
হয়তো দীর্ঘ আলাপচারিতা হবে না!
শুধু কিছু নীরবতার মাঝে, নিজেদের সামলে নেয়ার আড়াল হবে!
বিদায় হোক প্রথম দেখার ভালোলাগা নিয়ে!
যে দিনটাতে এক অপরের চোখে চোখ পড়াতে,
দুজনেই লজ্জায় সরিয়ে নিয়েছিলাম দৃষ্টি!
অনেক কিছু বলবো বলে তৈরি হয়ে থাকা দুজন,
যখন কিছুই বলতে পারিনি!
উপভোগ করেছিলাম আধ ভেজানো বৃষ্টি!
আর বিদায় বেলায়...
রিক্সায় উঠে পেছন থেকে তোমার তাকিয়ে থাকা !
আর হৃদ মাঝারে আন্দোলিত আমার অফুরান ভালোবাসা!
হয়তো আজও এমন একটি বিদায় হবে!
শুধু তফাৎ কিছুটা রবে;
সংযোগ বিচ্ছিন্ন হবে বিয়োগের পরিঘাতে!
অনুরাগ অপ্রকাশ্য রবে অহমের অজুহাতে!
তাই এতটুকুই চাইব;
আর যোগাযোগ থাক আর নাই বা থাক!
বার্তার কলরব থাক আর নাইবা থাক!
স্পর্শের আকাঙ্ক্ষা থাক আর নাইবা থাক!
দেখা হবার ব্যাকুলতা থাক আর নাইবা থাক!
শুধু নামের পাশের ঐ ছোট্ট বাতিটা দৃশ্যমান থেকে যাক!
এমন একটি বিদায় হোক;
যেন বিদায় শব্দটির পূর্বে আর কোন শব্দ না বসে!
অভিযোগ, ঘৃনা, কষ্ট, দ্বন্দ্ব, দ্বিধা অথবা;
অথবা মুক্তি!! অথবা অনেক কিছু!
শুধু চাইনা এমন একটি বিদায় হোক,
যেখানে মুক্তির প্রশান্তি থাকে!
থেকে যাক আমার কিছু ভালোবাসার শ্লোক!
এমনিভাবেই একটি সুন্দর বিদায় হোক!