আমি জ্বলতে দেখেছি আগুন।
মরতে দেখেছি মানুষ।
আমি দেখেছি আহা জারিতে হাহাকার গোটা শহর।
নাম কি আমি বলব?
নাকি আপনা রাই বুঝে গিয়েছেন কোন শহর।
পারমাণবিক বোমার শব্দ শুনেছি
আমি কাছে থেকে।
ঘুমাইনি যে কতটা রাত।
রক্ত পিপাসায় পাগল তারা।
কত খাবে রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে সব।
তবুও শেষ হবেনা যুদ্ধ।
রক্ত খেয়ে মাতাল তারা,
শোনে না কোন কথা।
আর কিছুক্ষণ।
হবে না দেখা পৃথিবীতে তোমাদের সাথে আমাদের ।
দেখা হবে জান্নাতে অপেক্ষায় থেকো।
আমাদের বলো না মৃত।
আমরা হয়েছি শহীদ।
যা হতে পারোনি তোমরা।
তাইতো আমরা ফিলিস্তান।