ভালোবাসার মালা                      
সরকার ফজলুল হক

বেশি কথা নাইবা বলি, অল্প কথাই  বলি,
ওরা বলে আমি নাকি বাঁকা ভাবে চলি ?
সোজা কথার মানুষ আমি কাটখোট্টা নই,
ব্যাঙ্গ করে ডাকে মোরে তই তই তই তই !

শেয়ালের ডাক শুনলে পরে ভাবি বসে বসে ,
প্যাঁচারা সব বুঝতে পেরে মনে মনে হাসে !

বিকেল শেষে রাত আসে,  রাত শেষে দিন,
এমনি করেই কাটবে জীবন বাজবে সুখের বীণ !

ধন রতœ  সোনা দানায় লাগবে ছড়াছড়ি,
ভালোবাসায় ভাল বাসায় আহা মরি মরি !

বলতো দেখি কোথায় আমি ? কোথায় আছি বসে ?
প্রশ্নটা করেই গেলাম মনের রঙ্গ রসে !

বেশি বেশি ভেবোনা যে , অল্প করেই ভেবো !
ভালোবাসার মালা দিলেম যতœ করেই রেখো !

হয়তো সেদিন লাগবে কাজে,একটু খানির তরে,
বাঁধভাঙা জোয়ার যেদিন আসবে নয়ন জুড়ে !