ত্রি-নয়নী
- সরকার ফজলুল হক

ত্রি - নয়নী, ত্রি - নয়নী অভিমানী তুই,
সকলকে ধন্য করো, সরস করো ভূঁই !
আমরা কত খুশি হই তোমার আগমনে ,
আবার কেন চলে যাও দুঃখ দিয়ে মনে ?
ঢাক, ঢোল ,কাঁশর বাজাই মনের আনন্দে,
বাঁশি বাজাই, সঙ্খ বাজাই তোমায় পূজীতে !
ধরাধামে এসে তুমি অসুর বধ করো,
তবু কেন কষ্ট দিয়ে পূজারীকে মারো ?
পূজার অর্ঘ্য সামান্য “মা” রাগ করেছো বুঝি ?
“মা ল²ী“জানে আমার কতই আছে পুঁজি ?
স্বরস¦তী, কার্তিক ,গণেশ তোমরা শোন ভাই,
আমি অধম সবার  কাছে ক্ষমা চেয়ে যাই !
বেলপাতা, তুলসীপাতা আরো  রক্ত রাঙা ফুল !
আরোতী সাজাতে হায় মোর অনেক ছিলো ভুল !
সব কিছু মেনে নিয়ে পূজারীকে সুখ শান্তিতে রাখো,
সবে বলবে “মা দুর্গা” তুমি হেথা অবিরত থাকো !
কৈলাশ পূরে মহানন্দে তুমি যদি সত্যি চলে যাও,
সৃষ্টিকূলকে শান্তি দিয়ে দাও ! মাগো শান্তি দিয়ে দাও !!