তোকে তো জানিয়েছি
- সরকার ফজলুল হক
তোকে তো জানিয়েছি অনেক আগেই,
তারা সবে পড়েছে ধরা তাদের পাতানো জালেই !
ইস ! কি যে জানিয়েছিলে , মনে তো আসে না,
ওরা দাঁত বের করে হেসেছিলো সেদিন ,এখন হাসে না !
একটা একটা করে বিষ দাঁত ভেঙে দিয়েছে তাদের ,
কেউ গেছে রসাতলে, কেউ ছেড়েছে মায়া নিখিলের !
কি বললে ? এ তো শক্তি তোরা পেলে কোথায় ?
সঠিক আদর্শ নিয়ে বজ্র কন্ঠ ধারণ করেছি গলায় !
সামনে রয়েছে দুঃসাহসী মুজিব কন্যা শেখ হাসিনা !
সাথে রয়েছে কোটি কোটি জনতা মুজিব আদর্শে গড়া !
ধ্বংস হয়েছে “হায়েনা” দলের ! দেখরে বাঙালি !
বঙ্গবন্ধু মরে নাই ! শুনরে কান খুলি !!
শোক নয়, শোক নয়, এ তো শোকের মাতম নয় ,
রব উঠেছে , রব উঠেছে , জয় বাংলার জয় !!
১৫ আগস্ট আসবে আবার ,মনকে শক্ত করার দিন,
এসোরে বাঙালি ভাই শোধ করি রক্তমাখা ঋণ !!
( দুটি কথা - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাভরে রচিত ও নিবেদিত ) ।