শক্ত হাতে হাল ধরো !
-সরকার ফজলুল হক
মিতালীর মা,মিতালীর মা, আমার কথা শোন ,
আমি আছি তোমার পাশে ভয় করছো কেন ?
জীবন মানেই যুদ্ধ ! জীবন মানেই বেঁচে থাকা,
জীবন মানে চুপ থাকা নয়,ভালো কিছু রাখা !
সবাই তোমার করছে ক্ষতি,নিতে চায়রে বসার গদি ,
তোমার সংসার ভেঙেচুড়ে,বইয়ে দেয়রে দুখের নদী !
লুকিয়ে আছে কাল সাপেরা ধরা পড়ার ভয়ে,
বাজাও তুমি সুখের বীণ ! নাচবে তোমার জয়ে !
শক্ত চাবুক হাতে নিয়ে ঘোড়ায় সওয়ার হও !
টগবগিয়ে চলবে ঘোড়া, সামনে চলবে পা‘ও !
ভুলে গেছো কি অতীত কথা, অতীতের ¯স্লোগান ?
কোথায় আছে বাপ ভাইয়েরা, আর কোথায় মায়ের প্রাণ ?
শক্ত হাতে হাল ধরো রে,সংসারটাকে বাঁচাও !
পিছু পা হয়ো না কভু ! বুঝলে মিতালীর মাও !!