শোধ হবে না ঋণ
-সরকার ফজলুল হক
বেশ তো মান করা ভালো,অভিনয় করাও ভালো !
চাতুরামি করে পার পাবে না, এ কথা কি জানো ?
মায়া জাল ছিহ্ন করা এত্তো সোজা না !
ভেবে দেখো কার হয়েছে কোথা ঠিকানা ?
অনেক শক্তির দাবীদার পূর্ব পুরুষেরা কই ?
খুঁজে পাওয়া বড় দায় ! তাদের দাঁত ভেঙেছে খই !!
কেন চমকে উঠছো ? দিবা স্বপ্ন দেখছো বলে ?
সবই হারিয়ে যাবে সময় হলে, সময়ের অতল তলে !
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবছো কি ?
অঢেল সম্পদ, শক্তিরাজ,রূপের মহারাণী আমি হয়েছি !
খেতে পারিনি ! অভাবে ছিলাম ! কে বলতে পারে ?
হিংসা হচ্ছে বুঝি ? আরে না ! বুকটা শুধু ছটফট করে !
মনের ভিতরে কে জানি বলছে,বহুরূপীকে দমন করেছি !
আরো বলছে দেখো,বিজয় পতাকা আমি উড়াচ্ছি !!
শিমুল গাছটা জানে ফাগুন তারও জীবনে এসেছিলো !
আজ অস্তিত¦ বিলীন ! সব কিছু ভেঙেচুড়ে এলোমেলো !
জীবন যে ওষধি গাছের মতো ! আর ফিরবে না কোনদিন !
বিধি ছাড়বেনা রে বুঝলে,মিথ্যা দিয়ে শোধ হবে না ঋণ!