শেখ মুজিব তুই দেখে যা,
তোর মেয়েটার কান্ডটা,
সুখের নায়ে চাপালো ,
বিশ্বটাকে কাঁপালো!
সবার চেয়েও বুদ্ধি তার,
বিশ্বটা যে মানলো হার,
ডিজিটালের ছোঁয়াতে,
সুখ যে পেলাম দু হাতে ।
ভাবতেও তো পারি নি,
তাক লেগেছে বাঙালি!
কতশত গুণ নিয়ে,
ছুটছে মেয়ে হনহনিয়ে!
হাসতে হাসতে পেট ফুলাবি,
তোর মেয়েটা পূবের রবি !
স্বাধীনতার দীপ্ত আলোয়,
ভাব শেখালো ভালোয় ভালোয় ।
সোনার বাংলা গড়তে আজ,
দিনে রাতে করছে কাজ !
উন্নয়নের স্রোত ধারায় ,
ভাসছি মোরা পাড়ায় পাড়ায় !
ভাত কাপড়ের অভাব নাই,
নাই যে কারো খাই খাই !
মোবাইল হাতে সবাই ছুটে,
সুখটা যেন পড়ছে লুটে !
সারাবিশ্বে রব উঠেছে,
জীবন যাত্রার মান বেড়েছে!
স্বাধীনতার স্বাদে তারা,
খুশিতে যে আত্মহারা !
বজ্রকণ্ঠ ধারণ করে ,
সুখ আনলো ঘরে ঘরে ,
ধন্য ধন্য বলি তারে ,
কাজ করে যাই সবার তরে ।