খাবি না, আরে বেশি করে খাবি না,
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
ভাই- ভাগী,সবারই ভাগ,একলা বসে খাবি না !
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
মুড়িঘন্টো, মোরগের ঠ্যাং,ছোট মুরগীর ছানা খা,
পারলে চিবাও কড়া ভাজা চিংড়ি মাছের মাথাটা!
টাকা-পয়সা, জমি –-জমা, সব একলা খাবি না!
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
পাওনা সব মিটিয়ে দিয়ে, খা সব চিবিয়ে চিবিয়ে,
মিথ্যার বেশাতি না করে, বেড়া না তুই বুক ফুলিয়ে !
আড়ালে একলা বসে, শোষক হয়ে থেকো না !
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
অসহায়কে চাবুক মেরে, পিঠের চামড়া সব তুলে,
আপন পর সব ভুলে, সব কেন একায় খেলে ?
সব ফেলে গেছে চলে,একটু ভেবেই দেখো না!
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
নাচ ঘরের সাজ ছিলো,আজ সবে এলোমেলো,
পাইক বরকন্দাজ কোথায় গেলো ?
মনের চোখ খুলে দিয়ে , বিচার করো না !
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !
আরে- ভালো মন্দ চিনতে শেখো,গরম মেজাজ ঠান্ডা করো,
স্নেহ-আদর দান করো, ভালোবাসার থলে ভরো,
সুখ-শান্তির স্বপ্ন গড়ে সবার মাঝে দাও বিলিয়ে , কমতি হবে না !
মরে গেলে মাটি ছাড়া কিচ্ছু পাবি না !